

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদ হোসেন নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার তালেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক কোটচাঁদপুর রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে ও এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক দাইদ হোসেন ব্যক্তিগত কাজ শেষ করে কালীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। সে সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন শিক্ষক দাউদ হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন মাতুব্বর।