Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীসহ গ্রেফতার ১৪

ডিপি ডেস্ক :

 

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন কামাল, জসিম, আনোয়ার, সাগর,আরিফ,শাহীন, মিজানসহ ১৪জন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, টঙ্গীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় অভিয়ানে নামে পুলিশ। অভিযানের অংশ হিসেবে বৃস্পতিবার বিকাল থকে রাত ৯টা পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version