

খুলনা প্রতিনিধি :
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জামিরা বাজার আসমতিয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোলায়মান ফুলতলা উপজেলার জামিরা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও বিস্তারিত কিছু জানতে পারেননি।ঘটনাস্থলে যাচ্ছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছু সময় আগে গুলিবিদ্ধ সোলায়মান কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ৫-৭ জন লোকের সঙ্গে কথা বলছিলেন।
কিছুক্ষণ পরে কলেজের পেছন দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। পরে সেখানে গিয়ে সোলায়মানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।