প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ১০:১৭ পি.এম
নগদের নতুন প্রশাসক মোতাছিম বিল্লাহ
অনলাইন ডেস্ক :
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর নতুন প্রশাসক নিযুক্ত হয়েছেন মো. মোতাছিম বিল্লাহ। তিনি কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের স্থলাভিষিক্ত হবেন। এর আগে বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
১২ ফেব্রুয়ারি মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন।নগদ কার্যালয় সূত্রে জানা যায়, মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস করছেন না।যোগাযোগ করা হলে তিনি জানান, ছুটিতে আছেন তিনি।
বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, তবে তিনি সাহস পাচ্ছেন না।
এদিকে বদিউজ্জামানের পদত্যাগের পর আজ বৃহস্পতিবার নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে নগদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.