কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে স্বাগত মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় রমজানের পবিত্রতা রক্ষায় কুষ্টিয়া ইসলামী আন্দোলনের উদ্যোগে স্বাগত বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

বৃহস্পতীবার বাদ আছর র‌্যালীটি কুষ্টিয়া বড় বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ করে পাচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশ নেন। পরে চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমাদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী জিএম তাওহীদ আনোয়ারের এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি আলহাজ্ব শেখ এনামুল হক, জয়েন্ট-সেক্রেটারি মুফতি ফরিদ উদ্দিন আবরার, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান কাবিল, যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ তাওহিদুল ইসলাম, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রুম্মান আহমেদ, মাওলানা মুফতি মুক্তারুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আল্লাহের নৈকট্য হাসিলের মাস। এই মাসে কতিপয় অসাধু ব্যবসায়ী কৃর্তক নিত্যাপন্যের মুল্য বৃদ্ধি রোধে পদক্ষেপ নিতে হবে। এ মাসের পবিত্রতা রক্ষার্থে হোটেল রেস্তরা বন্ধ রেখে প্রকাশ্য পানাহার বন্ধ করতে হবে। বক্তারা আরো বলেন, মাহে রমজান আল্লাহভীতি অর্জনের মাস।

 

তাই এই মাসে সকল প্রকার অশ্লীলতা, বেহায়পনাকে সরকারী উদ্যোগে বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।সভায় পাঁচ দফা দাবি পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *