

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিবি করিমুন্নেছার ক্ষমতা হস্তান্তরের দাবিতে ঝাড়ু– মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সমাবেশ থেকে ইউএনও’র বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাজে উদাসীনতা ও আওয়ামী লীগের পুনর্বাসন করার মতো বিভিন্ন অভিযোগ তোলা হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিরপুর উপজেলার সর্বস্তরের জনতার ব্যানারে শহরের ঈগল চত্বর থেকে ঝাড়ু মিছিলটি বের হয়। পরে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা বলেন, ইউএনও বিবি করিমুন্নেছা মিরপুরে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। সম্প্রতি আওয়ামী লীগের পদধারী নেতাদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মিটিং করেছেন। তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। তাকে মিরপুর থেকে বদলী করা হয়েছে। বদলির পরও দায়িত্ব হস্তান্তর করেনি।
বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে আজকের (বৃহস্পতিবার) মধ্যে ইউএনওকে মিরপুর থেকে অপসারণ না করলে আগামী রবিবার তালাবদ্ধ করে রাখার ঘোষণাও দেন আন্দোলকারীরা।