বাজারে ডায়াবেটিসের নতুন ওষুধ আনল বায়োকন

অনলাইন ডেস্ক :

 

ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োকন ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে ‘লিরাগ্লুটাইড বায়োকন’ নামের নতুন এক ওষুধ বাজারে আনছে। এই ওষুধটি আজ থেকেই পাওয়া যাবে যুক্তরাজ্যের বাজারে। খবর এনডিটিভি ওয়ার্ল্ডের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বায়োকনের শীর্ষ নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ মিত্তাল জানান, গত জানুয়ারির শুরুর দিকে কোম্পানিটি যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে এ ওষুধটির ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল। ওই আবেদন বৃহস্পতিবার সবুজ সংকেত পায়।

এটি বিশেষত ডায়াবেটিস এবং স্থূলতায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। লিরাগ্লুটাইড বায়োকন ডাক্তারের পরামর্শে ইঞ্জেকশন আকারে গ্রহণযোগ্য। বায়োকন এর গবেষণায় দেখা গেছে যে, এই ওষুধটি অত্যন্ত কার্যকর।

সিদ্ধার্থ মিত্তাল আরও জানিয়েছেন, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য কয়েকটি দেশের বাজারে ওষুধটি ছাড়ার জন্য আবেদন করা হয়েছে এবং শিগগিরই তা অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *