Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নড়াইলের স্বাস্থ্যসেবা বদলে দিলেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেন। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তার এলাকার জন্য। নির্বাচনের পর থেকেই মাশরাফি বিশেষ নজর দেন এলাকার স্বাস্থ্যসেবার ওপর। তার অনুরোধে মাত্র ৫০ টাকায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তাররা এবং মাশরাফির পরামর্শে নড়াইল সদর হাসপাতালে নতুন ৪ চিকিৎসককে পদায়ন করা হয়।

নিজ এলাকার সর্বস্তরের জনগণের কল্যাণার্থে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠন করেছিলেন মাশরাফি। তার সেই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মাত্র ৫০ টাকা ফি নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা অব্যাহত রেখেছেন ।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মির্জা নজরুল ইসলাম জানান, ‌শহরের মহিষখোলায় অবস্থিত শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে গাইনি, স্ত্রীরোগ, প্রসূতি ও শিশুসহ বিভিন্ন রোগী নিয়মিতভাবে দেখেন মেডিসিন বিশেষজ্ঞ চারজন ডাক্তার । এছাড়া বিশেষ বিশেষ দিনে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে চিকিৎসা দেয়া হয়।

সম্প্রতি নড়াইলবাসীর জন্য ৫০ টাকা ফিতে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবার উদ্বোধন করেছিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা। স্বল্প খরচে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পেয়ে নড়াইলের বিভিন্নশ্রেণি পেশার মানুষ মহাখুশি।

Exit mobile version