রাজবাড়ীতে ১৩ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি :

 

হত্যা, অস্ত্র ও মাদকসহ ১৩ মামলার আসামি রাজবাড়ীর আলোচিত মাসুদ রানাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে জেলার সদর উপজেলার দয়লানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মো. মাসুদ রানা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। শীর্ষ সন্ত্রাসী মাসুদের গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

জানা গেছে, ৭ জানুয়ারি, ২০২৫ দিবাগত রাত ১টার দিকে মাসুদের বাড়িতে অভিযান পরিচলনা করে পুলিশ। জেলার পুলিশ সুপারের নির্দেশে সেই অভিযানে মাসুদের বসতবাড়ি থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার করে পুলিশ। এ সময় মাসুদ রানার স্ত্রী মোছা. রুশনী খাতুনকে গ্রেফতার করলেও কৌশলে পালিয়ে যায় মাসুদ। শুক্রবার বিকালে মাসুদ নিজ বাড়িতে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে।  
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব বলেন, অস্ত্র মামলায় মাসুদ এজাহার নামীয় আসামী ছিলেন। সেই মামলায় জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। দ্রুত তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *