প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ১০:২২ পি.এম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে পারাপারের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে ৫৮ বিজিবি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার যাদবপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ ৯ বাংলাদেশিকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্ত যাদবপুর বিওপি কানাই ডাঙ্গা গ্রামের মাঠে ভূট্টা ক্ষেতে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
প্রেস বিজ্ঞপ্তি আরো জানা যায়, খোশালপুর, বাগাডাঙ্গা, এবং লড়াইঘাট এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে ৯ বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করে।
জব্দ ফেনসিডিল ও আটক নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়।