আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জয়া আহসান

অনলাইন ডেস্ক :

 

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের বাইরে নানা পণ্যের প্রচারণায়ও অংশ নেন। সেই ধারাবাহিকতায় এবার দেশের সুপ্রতিষ্ঠিত জুয়েলারি ব্র্যান্ড আমিন জুয়েলার্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা।  

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-৭-এর ব্লক-বিতে অবস্থিত আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোর পরিদর্শন করেন জয়া আহসান। এই বিশেষ আয়োজনে জয়া আহসান আমিন জুয়েলার্সের সঙ্গে তার নতুন পথচলার অনুভূতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

এ সময় জয়া আহসান ব্র্যান্ডটির সৃজনশীল ডিজাইন, গুণগতমান এবং ঐতিহ্যের প্রতি তার আস্থার কথা তুলে ধরেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিন জুয়েলার্স লিমিটেডের সিনিয়র কনসালট্যান্ট – বিজনেস ডেভেলপমেন্ট মির্জা সাইদুল ইসলাম বেগ এবং আমিন জুয়েলার্সের বিজ্ঞাপন সহযোগী প্রতিষ্ঠান আডপেরিয়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আলম।

এদিকে জয়া আহসান ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। তাকে সর্বশেষ দেখা গেছে ‘বাগান বিলাস’ মিউজিক ভিডিওতে।

এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। এটি মূলত প্রীতম ও এলিটারই গান।  

এ ছাড়া বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওডিসি’ সিনেমা।এ ছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *