বরবাদের টিজারে ভয়ঙ্কর লুকে শাকিব খান

অনলাইন ডেস্ক :

 

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘বরবাদ’ এর টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক মিনিট ৪৪ সেকেন্ডের টিজার শাকিব খানের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। টিজারটি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত।’

এক মিনিট ৪৪ সেকেন্ডের ট্রিজারের এ ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে ভিডিওতে দেখা যায় শাকিব খানের ভয়ংকর রূপ। ট্রিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়—‘আমার মা হয়ে লজ্জা হয়, আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না।’ বরবাদে শাকিব খান পুরোদস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন। তাকে বলতে শোনা যায়, আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার।
বরবাদ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। সেই সিনেমায় জনপ্রিয় হয়েছিল শাকিব-ইধিকা জুটি। বরবাদে ইধিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে।অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

 

১৮ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে ‘বরবাদ’। আর এ সিনেমাটি বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল। এটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *