Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ইউটিউব চ্যানেল এবার হ্যাকারদের কবলে

অনলাইন ডেস্ক : বর্তমানে বেশ কিছু গাড়ির পর্যালোচনাকারী জনপ্রিয় ইউটিউব চ্যানেল হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এরা সমন্বিতভাবে কৌশল খাটিয়ে আক্রমণ করছে ইউটিউব চ্যানেলে।

হ্যাকাররা ইউটিউব কন্টেন্ট নির্মাতাদের ফিশিং মেইল পাঠিয়ে অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংগ্রহ করছে। এমনকি গুগলের লগইন পেজের মতো হুবহু দেখতে একটি ভুয়া পেজ নির্মাতাদের পাঠায়। খেয়াল না করেই যারা এসব পেজে লগইন করতে যাচ্ছেন, তাদেরই চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে এমনটিই প্রতিবেদন করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের।

এর মধ্যে অনেকেই টুইটারে চ্যানেল হ্যাক হওয়া নিয়ে পোস্ট করেছেন এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশনও ভাঙতে পারেন বলে জানিয়েছেন।

অপর দিকে ইউটিউবের একজন মুখপাত্র বলেন, নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হয় এবং ব্যবহারকারীকে সন্দেহজনক কার্যক্রম জানানো হয়। হ্যাক হওয়ার ঝুঁকি গুগল অ্যাকাউন্ট সিকিউরিটি চেকআপ অপশনে গিয়ে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার পরামর্শ দিন তিনি। যারা হ্যাকের সম্মুখীন হয়েছেন, তাদেরকে ইউটিউব টিমকে জানানোর জন্য আহ্বান করেন। যদিও এখন পর্যন্ত ইউটিউব হ্যাকিংয়ের কোনো প্রমাণ তারা পাননি।

Exit mobile version