Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

অন্তত রোজার মাসে মিথ্যাচার থেকে বিরত থাকুন : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক :

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, ‘রাখাল রাহার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা নাকচ। জজ বললেন, মামলা নেওয়ার ক্ষেত্রে আইন উপদেষ্টার নিষেধ আছে।’

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফটোকার্ডটি শেয়ার করেছেন আসিফ নজরুল।

তিনি বলেছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা খবর। সাইবার ট্রাইব্যুনালে কোনো মামলা গ্রহণ বা না গ্রহণ করার বিষয়ে আমি বা আমার পক্ষ থেকে কেউ ট্রাইব্যুনালের সঙ্গে যোগাযোগ করেনি।’

তিনি আরো বলেন, ‘কারো সম্পর্কে মিথ্যাচার আমাদের ধর্মে বড় ধরনের গুনাহ। এটি পবিত্র রমজান মাস, অন্তত রোজার মাসে মিথ্যাচার বা গিবত থেকে বিরত থাকুন।’

Exit mobile version