বিদ্যুৎ সাশ্রয়ে ডিপিডিসির ৭ নির্দেশনা

অনলাইন ডেস্ক :

 

বিদ্যুৎ সাশ্রয়ে সাতটি নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। গ্রীষ্মকাল এবং রমজান মাস উপলক্ষে এই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে লোডশেডিং হতে পারে বলেও জানানো হয়েছে।

আজ বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ডিপিডিসি।

ডিপিডিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘এ বছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে সম্মানিত গ্রাহকরা লোডশেডিংয়ের সম্মুখীন হতে পারেন। লোডশেডিংমুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের কোনো বিকল্প নেই।’

ডিপিডিসির সাত নির্দেশনা :

১. মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বাসাবাড়ি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখুন।

২. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।

৩. দোকানপাট, শপিংমল, বিপণিবিতান, পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন।

৪. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন। যেকোনো ধরনের আলোকসজ্জা করা থেকে বিরত থাকুন।

৫. পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখুন।

৬. ইজি বাইক, অটোরিকশা অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকুন। বাসা-বাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলার সচল রাখুন।

৭. জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *