Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গরম বাড়তে পারে : আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক :

 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস রাজারহাটে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল (শুক্রবার) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আজ তাপমাত্রা কিছুটা কম থাকবে। শনিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। তখন গরম বাড়বে। মাসের প্রথমার্ধ্বে বৃষ্টির সম্ভবনা কম। মার্চের শেষে বৃষ্টি হতে পারে।

Exit mobile version