সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

 

অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের জন্য সামরিক বিমানের ব্যবহার আপাতত বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 

গত ১ মার্চ অবৈধবাসীদের নিয়ে একটি সামরিক বিমান রওনা দিয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। তার পর থেকে পেন্টাগনের আর কোনও বিমান অবৈধবাসীদের ফেরত পাঠানোর কাজে ব্যবহার হয়নি। 

এই সংক্রান্ত বিষয়ে আপাতত কোনও সামরিক বিমানের পূর্বনির্ধারিত সূচিও নেই। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, সামরিক বিমানে অবৈধবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া খরচ সাপেক্ষ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বিতাড়নে উদ্যোগী হন ট্রাম্প। আমেরিকার সামরিক বিমান সি-১৭ (গ্লোবমাস্টার) এবং সি-১৩০ ব্যবহার করে ভারত, গুয়েতেমালা, ইকুয়েডর, পেরু, হন্ডুরাস-সহ বিভিন্ন দেশে অবৈধবাসীদের ফেরত পাঠিয়েছে ট্রাম্পের প্রশাসন। এর মধ্যে বেশ কিছু দেশে সামরিক বিমান পাঠানোয় তুলনামূলক বেশি খরচ হয়েছে আমেরিকার।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সামরিক বিমানে চাপিয়ে এক এক জন অবৈধবাসীকে আমেরিকা থেকে গুয়াতেমালায় পাঠানোর জন্য ট্রাম্প প্রশাসনকে গুনতে হয়েছে ৪,৬৭৫ মার্কিন ডলার। যেখানে বাণিজ্যিক বিমানে আমেরিকা থেকে গুয়াতেমালায় ওই একই পথে এক এক জন অবৈধবাসীকে পাঠাতে খরচ পড়ত ৮৫৩ মার্কিন ডলার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *