অনলাইন ডেস্ক :
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে আগামী ৯ মার্চ মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। ফাইনালের জন্য অনলাইনে টিকিট ছাড়ার দুই ঘণ্টার মধ্যে সকল টিকিট বিক্রি হয়ে যায়।
ফাইনালের ভেন্যু নিশ্চিত হতে সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষা করার পর ফাইনালের চার দিন আগে টিকিট বিক্রি শুরু করে আইসিসি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ফাইনাল নিশ্চিতের পরই রাতে টিকিট বিক্রি শুরু হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে ১ লাখেরও বেশি দর্শক আবেদন করেন। মাত্র ২ ঘণ্টায় অনলাইনের সব টিকিট বিক্রি হয়ে গেছে তারা জানিয়েছে
ফাইনালের ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার। যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে আড়ইশ আমিরাতি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার টাকার কিছু বেশি। সর্বোচ্চ ১২ হাজার দিরহাম দাম ধরা হয়েছে এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটির। বাংলাদেশি মুদ্রায় যার দাম পায় ৪ লাখ টাকা।
আগামী রবিবার ফাইনালে লড়বে নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে খেলা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.