

বগুড়া প্রতিনিধি :
অপর্ণা জহুরুলনগর হাফিজার মোড় এসইউ ঠাকুরবাড়ী এলাকার হিমাংস চক্রবর্তীর মেয়ে। তিনি বেসরকারি নার্সিং কলেজ বগুড়ার চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের এই কর্মকর্তা জানান, মেয়েটির এক পায়ে সমস্যা থাকায় হতাশায় ভুগছিলেন।মৃত্যুর আগে বাসায় একটি চিরকুট লিখে রেখে যান তিনি।
ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।