বগুড়ায় পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে নার্সিং কলেজের শিক্ষার্থী অপর্ণা চক্রবর্তীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি :

 

বগুড়ায় পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে নার্সিং কলেজের শিক্ষার্থী অপর্ণা চক্রবর্তীর (২২) মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট রেখে যান। সেই চিরকুটে লেখা ছিল, ‘মা ক্ষমা করো, এই পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি, পরপারে তোমার সাথে দেখা হবে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ভাইকে বলো, ৪ বছর ধরে আমি পড়াশোনার চেষ্টা করেছি।

বুধবার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. জালাল উদ্দিন। 

অপর্ণা জহুরুলনগর হাফিজার মোড় এসইউ ঠাকুরবাড়ী এলাকার হিমাংস চক্রবর্তীর মেয়ে। তিনি বেসরকারি নার্সিং কলেজ বগুড়ার চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহাগ ফকির জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে, ঘটনার দিন ব্যক্তি জীবনে হতাশা থেকে প্লাস্টিকের টুলের ওপর উঠে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন অপর্ণা। বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়। 

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের এই কর্মকর্তা জানান, মেয়েটির এক পায়ে সমস্যা থাকায় হতাশায় ভুগছিলেন।মৃত্যুর আগে বাসায় একটি চিরকুট লিখে রেখে যান তিনি।

 

ইন্সপেক্টর মো. জালাল উদ্দিন জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। 

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *