ডিপি ডেস্ক :
বরিশালের মুলাদিতে বাকপ্রতিবন্ধী নারীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মুলাদি থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনউদ্দিন।
গ্রেপ্তার খোকন কবিরাজ (৩৫) বাকপ্রতিবন্ধী নারীর প্রতিবেশী।
মুলাদি থানার পরিদর্শক মো. মমিনউদ্দিন মামলার বরাতে জানান, বাকপ্রতিবন্ধী নারী (৩২) এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তার বাবা-মা ছোট এক ভাতিজাকে নিয়ে সেই বাড়িতে যান। ওই সময় প্রতিবেশী খোকন দা হাতে নিয়ে ঘরে প্রবেশ করে এবং নারীকে গলা কেটে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরিদর্শক বলেন, "অভিযোগ পাওয়ার পরই আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করেছি। এছাড়া, নির্যাতনের শিকার নারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার শারীরিক পরীক্ষার জন্য শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।"
তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিত নারীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত খোকন কবিরাজকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.