

নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, পা দিয়ে পিষে ও মান সনদ ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন, বিক্রয় ওে বিতরণের দায়ে একজন উৎপাদনকারীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৪ টন মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চকসিংড়া মহল্লায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৬ লাখ টাকা মূল্যের ৪ টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার।
এসময় বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেনসহ সিংড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।