Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহে দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহের শৈলকুপায় দেবরের লাঠির আঘাতে রেশমা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেশমা খাতুন (৪০) উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল হামিদ জোয়ার্দ্দারের স্ত্রী ও তিন সন্তানের জননী।

নিহত রেশমার স্বামী আব্দুল হামিদ জানান, গত ৮ মার্চ বিকেলে রেশমা রান্না ঘরে রান্না করছিলেন। এ সময় দেবর নাহিদ জোয়ার্দ্দার পারিবারিক কলহের জেরে হঠাৎ ভাবি রেশমার মাথায় আঘাত করে। পরিবারের সদস্যরা মারাত্মক আহত অবস্থায় রেশমাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। রেশমা শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে বুধবার সকালে কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন।

ওইদিন সন্ধ্যার পর রেশমা ফের অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রেশমা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

এদিকে শৈলকূপা থানা ওসি মাসুম খান জানান, ছোট দেবর নাহিদ জোয়ার্দ্দার মানসিক প্রতিবন্ধী বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তবে তাকে আটকের জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

Exit mobile version