

ডিপি ডেস্ক :
ফরিদপুরের আলফাডাঙ্গায় তারাবি নামাজে এক কিশোরের মাথা থেকে অপর কিশোর টুপি ফেলে দেওয়াকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী আহত নারী পারভীন বেগম বলেন, ‘পোলাপানে টুপি নিয়ে মসজিদে মারামারি করেছে। এই ঘটনা নিয়ে কবীর মোল্যা ও ইয়াছিন মোল্যার নেতৃত্বে লোকজন এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে গেছে।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর রশীদ বলেন, খবর পেয়ে ওইদিন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।