ট্রেনে ঈদযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৬ মার্চের টিকিট

অনলাইন ডেস্ক :

 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ২৪ ও ২৫ মার্চের টিকিট বিক্রি শেষ হয়েছে। আজ (১৬ মার্চ) বিক্রি হচ্ছে ২৬ মার্চের টিকিট। 

রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট।

রেলওয়ের তথ্যানুযায়ী, ১৪ মার্চ দেয়া হয়েছে ২৪ মার্চে টিকিট, ১৫ মার্চ দেয়া হয়েছে ২৫ মার্চের, ১৬ মার্চ দেয়া হচ্ছে ২৬ মার্চের, ১৭ মার্চ দেয়া হবে ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের, ১৯ মার্চ ২৯ মার্চের, ২০ মার্চ ৩০ মার্চের টিকিট দেয়া হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।
 
প্রসঙ্গত, এবার ঈদ যাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *