খেলার খবর : চোটের কারণে লা লিগার চলতি মৌসুমে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। চোট কাটিয়ে মাঠে ফিরে আবারও সেই ইনজুরিতে পড়লেন তিনি। গত মঙ্গলবার ভিয়ালিয়ালের বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। সেই ইনজুরি এবার কাল হয়ে দাঁড়িয়েছে। তবে কবে নাগাদ আবারও মাঠে ফিরবেন তার নির্দিষ্ট সময় জানেন না বার্সার কোচ আর্নেস্তো ভালভেরদে।
ম্যাচ শেষে ভালভেরদে অবশ্য মেসির চোট গুরুতর নয় বলে আশার কথা শুনিয়েছিলেন। তবে একটা শঙ্কা তো ছিলই। শুক্রবার সংবাদ সম্মেলনে ভালভেরদের কথায় সেটাই সত্যি হল।
গেতাফের বিপক্ষে শনিবার লিগের পরের ম্যাচের দলে ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে রাখেননি কোচ। দলের সেরা তারকা কবে নাগাদ ফিরতে পারেন, সেটাও নিশ্চিত না বলে জানিয়েছেন ভালভেরদে।
তিনি বলেন, ‘আমি জানি না, সে কতদিন মাঠের বাইরে থাকবে। আমরা আশা করি, দ্রুত সে দলে ফিরবে। চোট গুরুতর নয়। তবে আমরা দেখবো আগামী সপ্তাহে তার অবস্থার কেমন উন্নতি হয়।’