Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চৈত্র সংক্রান্তিতে পার্বত্য অঞ্চলে ছুটি

অনলাইন ডেস্ক :

 

চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পার্বত্য অঞ্চলে ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, ‘পার্বত্য অঞ্চলে চৈত্র সংক্রান্তিতে বিজু, বৈসাবি, সাঙ্গরাইসহ অনেক উৎসবের আয়োজন করা হয়। তাদের জন্য নির্বাহী আদেশে ছুটির বন্দোবস্ত করা হয়েছে। এ ছুটি আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন, যেমন- সাঁওতাল , খাসিয়া বা গারো, তাদের জন্যও প্রযোজ্য হবে।’ 

Exit mobile version