Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ডিপি ডেস্ক :

 

গাজীপুর সদর উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ইউনুছ আলী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার তনুরাম গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে। তিনি মনিপুর খাসপাড়া হযরত এর বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা একটি স্থানীয় কারখানায় চাকরি করেন এবং তার বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খেলাধুলা শেষে শিশুটি বাসায় প্রবেশ করে। শিশুটির মা ও তার বাবা কর্মস্থলে থাকায় বাসা খালি ছিল। তখন ইউনুছ আলী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্নাকাটি শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে শিশুর মা তার কর্মস্থল থেকে বাড়িতে আসেন। পরে শিশুর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শিশু ধর্ষণের ঘটনায় ইউনুছ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিশুটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Exit mobile version