ডিপি ডেস্ক :
গুলশান পুলিশ প্লাজার পাশে সন্ত্রাসীদের গুলিতে সুমন (৩৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। নিহত সুমনের বাসা টিভি গেইট এলাকায়।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহমেদ জানান, গুলশান থানাধীন পুলিশ প্লাজার উত্তর পাশে রাস্তার বাম পাশ থেকে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত সুমনের মাথা ও বুকের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং নিহতের আত্মীয়স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.