Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শিশুকে ধর্ষণচেষ্টা, মাদরাসাছাত্র আটক

ডিপি ডেস্ক :

 

সিরাজগঞ্জের তাড়াশে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে আটক করেছে পুলিশ। আটক কিশোর উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গুচ্ছগ্রামের বাসিন্দা ও আড়ংগাইল দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। ভুক্তভোগী শিশুটি আড়ংগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘গত শনিবার বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করার সময় চকোলেটের লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে দিয়ে গিয়ে প্রতিবেশী ওই মাদরাসাছাত্র আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।

তার চিৎকারে অন্য শিশুরা এগিয়ে গেলে ওই মাদরাসাছাত্র পালিয়ে যায়। এ ঘটনায় বিচারের আশ্বাস দিলেও ওই ছাত্রের স্বজনরা বিচার দেয়নি। যে কারণে ৬ দিন পর বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছি।’ 

এ বিষয়ে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, শিশুটির মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পরই ওই মাদরাসাছাত্রকে আটক করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।
Exit mobile version