প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৫:২৬ পি.এম
তারাবির নামাজ আদায় করতে ঘরের পুরুষরা মসজিদে, বাড়িতে নারীদের জিম্মি করে ডাকাতি
ডিপি ডেস্ক :
তারাবির নামাজ আদায় করতে ঘরের পুরুষরা মসজিদে থাকার সুবাদে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮ টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামের আনোয়ার আলী চৌধুরী বাড়ির প্রকৌশলী জাহিদ চৌধুরীর বসতঘরে এ ঘটনা ঘটে।
ডাকাতরা ঘরের মহিলা সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পুলিশ বলছে-এটি ডাকাতি নয়, চুরি।
ডাকাতির শিকার হওয়া পরিবারের সদস্য প্রকৌশলী জাহিদ চৌধুরী বলেন, ‘রাতে পুরুষ সদস্যরা তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে ছিলেন। তখন ঘরে ছিলেন শুধু পরিবারের মহিলারা। তখন ঘরের ছাদের সিঁড়িঘর দিয়ে মুখোশধারী ৮-১০ জন ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে আমার আম্মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে হাত ও মুখ বেঁধে আলমারি এবং ঘরের অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
তিনি আরো বলেন, ‘ডাকাতরা হাত ও পা বাঁধায় আমার আম্মা ভয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতেই উনাকে মিরসরাই উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করাই। বৃহস্পতিবার দুপুরে তিনি সুস্থবোধ করলে উনাকে বাড়ি নিয়ে আসি। ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে জেনে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’
মিরসরাই থানার উপ-পরিদর্শক শহীদুল্ল্যাহ মামুন বলেন, ‘মিঠানালা এলাকায় মহিলা সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।’মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘এটি ডাকাতি নয়, চুরির ঘটনা।’
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.