

ডিপি ডেস্ক :
অন্য আহতরা হলেন- মো. বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বি তালুকদার (১৫)। তাদের দুজনের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার হকতুল্লা গ্রামে।
নিহত রাফির মামা আবুল বাশার বলেন, রাফি তার বাড়ির পাশে একটি আতশবাজি ফোটায়। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আতশবাজির অংশবিশেষ রাফির গলা ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। রাফির গলা থেকে রক্তক্ষরণ শুরু হয়ে অচেতন হয়ে পড়ে। টের পেয়ে স্বজনরা তাৎক্ষণিক রাফিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে বেলালের ফুফা সিদ্দিকুর রহমান জানান, বেলালের হাতের একটি অংশ কাটা লাগতে পারে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসা হয়েছে।
পটুয়াখালী থানার উপ-পরিদর্শক মোজাম্মেল তালুকদার বলেন, রাফি আতশবাজি ফোটানোর সময় বিকট শব্দে তা বিস্ফোরণ হয়। একইসঙ্গে আতশবাজির অংশবিশেষ রাফির গলা ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ পৌঁছানোর আগেই রাফির স্বজনরা লাশ নিয়ে যায়। আরো দুজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বরিশালের উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেছেন।