

অনলাইন ডেস্ক :
কুমিল্লার দেবীদ্বারে কয়েকদিন ধরেই সক্রিয় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করতে পারেন।
গত সোমবার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শতাধিক গাড়ির শো-ডাউন করে নিজ এলাকা পঞ্চগড়ে ফিরেছেন। তিনি অটোয়া উপজেলায় বিভিন্ন বাজারে, পথেঘাটে ঘুরে তিনি মানুষের সঙ্গে দেখা করছেন।
দলটির সংগঠনের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় গণসংযোগ করছেন। তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু, ভূমিহীনদের জমি বুঝিয়ে দেওয়া, নদীভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করেছেন।
গত সোমবার মাসউদ ও তার নেতাকর্মীদের ওপর হামলা হয়। বিএনপির একদল নেতাকর্মী তার ওপর হামলা করে বলে তিনি অভিযোগ করেন।
দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে এখনো নির্বাচনী এলাকায় সক্রিয় দেখা যায়নি। সূত্র বলছে তিনি ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করতে পারেন। দলের আরেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ আসনে নির্বাচন করতে পারেন। তবে তাকেও এখনো আসনকেন্দ্রীক সক্রিয় হতে দেখা যায়নি।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন মোহাম্মদপুর এলাকায় সক্রিয় রয়েছেন। তিনি এলাকায় খাল ও মাঠ রক্ষায় মানববন্ধন করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধে মিছিল করেছেন। জেনেভা ক্যাম্পের ড্রিম এনএলজে হাইস্কুলে জুলাই অভ্যুত্থানে শহীদ সৈকতের নামে একটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করেছেন। ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এলাকায় দীর্ঘদিন থেকেই সক্রিয়। তিনি রোজায় ওয়ার্ড ঘুরে ঘুরে ইফতার করেছেন। এহাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছেন।
নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম লক্ষ্মীপুর এলাকায় সক্রিয় রয়েছেন। তিনি ইতোমধ্যে ইফতার মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে মাঠে দৃশ্যমান হচ্ছেন। দলের আরেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় সক্রিয় হচ্ছেন। ইতোমধ্যে তিনি সিরাজগঞ্জ এলাকায় বিশাল শো-ডাউন দিয়েছেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিনি আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি এই এলাকায় নির্বাচন করতে পারেন।
চট্টগ্রামের বাশখালীতে সক্রিয় হচ্ছেন দলের যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। কুষ্টিয়া-১ দৌলতপুর এলাকা থেকে নির্বাচন করতে পারেন যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম। একাধিকবার তিনি এই আসন থেকে নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তবে বর্তমানে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিজিওনাল ইয়ুথ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শ্রীলংকা রয়েছেন।
দলের যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ কুড়িগ্রামে উলিপুর, বাজারহাট এলাকায় সক্রিয় রয়েছেন। ইতোমধ্যে তিনি একাধিক উঠান বৈঠক করেছেন। তিনি কুড়িগ্রাম-১ আসন থেকে নির্বাচন করতে পারেন। টাঙ্গাইলের মধুপুর-১ আসন থেকে নির্বাচন করতে পারেন দলের উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আলিক মৃ। আগে থেকেই তিনি মধুপুরে নানা কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। গত ১০ মার্চ তিনি মধুপুর এলাকায় শো-ডাউন করেন।
জাতীয় নাগরিক পার্টির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, যেহেতু ঈদ কেন্দ্রিক সবাই নিজ নিজ জেলায় যাবেন, সেহেতু ওখানকার যারা সংগঠক আছেন, যারা নাগরিক পার্টিতে আসতে চায় এবং স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করছেন কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা পর্যায়ে আমাদের দুইশতাধিক ইফতার আয়োজন হয়েছে। তবে এটা একেবারেই নির্বাচনকেন্দ্রীক না।
বিভিন্ন স্থানে বাধার বিষয়ে তিনি বলেন, এটা ওপেন সিক্রেট। আগস্টের পরে বিএনপি অনিয়ন্ত্রিত হওয়ায় এ পর্যন্ত শতাধিক নেতাকে বহিষ্কার করতে হয়েছে। তাও তাদের থামছে না। তৃণমূলের কিছু জায়গায় আমাদের জন্য চাপ আছে, তবে সব জায়গায় না। বিএনপির তৃণমূল নেতারা যদি মনে করে, পুরনো রাজনৈতিক সংস্কৃতি বা পেশিশক্তি প্রদর্শন করে ভয় দেখিয়ে রাজনীতি করবে, তবে যারা নতুন রাজনীতি করতে চায়, তারা সংগঠিত হয়ে এর প্রতিবাদ জানাবে। বর্তমানে একটি নিরপেক্ষ সরকার ক্ষয়তায় রয়েছে। এই সরকারের অধীনে সবার রাজনীতি করার সমান সুযোগ রয়েছে। আমরা আশা করব, সবাই রাজনীতি করবে।