অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
এসময় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। হারিয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।
সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনার অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে যারা এমন অপরাধে জড়াবে, তাদেরও ছাড় দেওয়া হবে না।
ভারতের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ‘চিকেনস নেক’ ইস্যুতে সম্ভাব্য সংঘাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কোনো ধরনের সংঘাতের শঙ্কা নেই।
থানা পরিদর্শনের সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.