ফরিদপুরে তরুণীর সঙ্গে ভুয়া মেজরের প্রতারণা, অতঃপর গ্রেপ্তার
S K
ডিপি ডেস্ক :
ফরিদপুরে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ আরই ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের সহায়তায় ওই যুবককে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
আটককৃত আমিনুল ইসলাম আপন (৩৭) পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচপুংলি গ্রামের বাসিন্দা। আমিনুল জানান, তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ছিলেন; তবে তাকে চাকরিচ্যুত করা হয়।২০২২ সালে ১৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে তিনি বরখাস্ত হন বলে জানিয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল জানান, গত কয়েকদিন ধরে তিনি নিজেকে কখনো সেনাবাহিনীর মেজর, কখনো র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করছিলেন।
তাকে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী তরুণী জানান, আমিনুল মেজর—এই পরিচয়ে দুজনের মধ্যে ফেসবুকে কথাবার্তা শুরু হয়।এক পর্যায়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
তিনি জানান, গত রমজানে আমিনুল তার কাছ থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু ওই টাকা ফেরত দেননি আমিনুল। এরই পরিপ্রেক্ষিতে ওই তরুণী তাকে আরো দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ফরিদপুরে নিয়ে আসেন এবং সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেন।ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ভুয়া মেজর পরিচয়দানকারী আমিনুলকে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
ওসি বলেন, ‘যেহেতু মধুখালী থানায় ভুক্তভোগী তরুণী অভিযোগ দায়ের করেছেন, সে কারণে অভিযুক্তকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’