অনলাইন ডেস্ক :
ভিসাপ্রত্যাশীদের আবারো সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই পর্যায়ে ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের ভুয়া নথিপত্র দাখিল করলে এখন থেকে যুক্তরাষ্ট্র কোনো ভিসা দেবে না বলে জানানো হয়।
শনিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজেও এ কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাস বলেছে, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না। ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না।
তারা বলেছে, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না। যারা এরূপ কর্মকাণ্ড করে থাকেন তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ও সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে গত ১৩ এপ্রিল আরেক বার্তায় ভিসা জালিয়াতি নিয়ে সতর্ক করা হয়েছিল। তখন বলা হয়েছিল, ভিসা জালিয়াতি করলে স্থায়ীভাবে বাতিল হতে পারে। ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর।
মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় আপনার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। এর অর্থ আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.