Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

অনলাইন ডেস্ক :

 

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার সকালে ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের মৃত্যু হয় বলে ভিডিও বিবৃতিতে জানিয়েছে ভ্যাটিকান সিটি।

২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান ছিলেন।

পোপ ফ্রান্সিসের জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। ক্যাথলিক পুরোহিত হিসেবে তার অভিষেক হয় ১৯৬৯ সালে। পুরো আমেরিকা অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।

২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন পোপ ফ্রান্সিস। সে সময় মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর সহমর্মিতা জানান তিনি। 

Exit mobile version