Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

র‌্যাবের নতুন মুখপাত্র ইন্তেখাব চৌধুরী

অনলাইন ডেস্ক :

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মুত্তাজুল ইসলাম। তিনি জানান, বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার ইন্তেখাব চৌধুরী তার দায়িত্ব বুঝে নেবেন।

Exit mobile version