চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই করছে। বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ২৮ শতাংশ। এ অবস্থায় মাঝারী তাপপ্রবাহে পুড়ছে জেলার মানুষ। ফলে শ্রমজীবী মানুষেরা বিপাকে পড়েছেন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হাসান জানান, মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে একদিনের ব্যবধানে জেলার তাপমাত্রা বেড়েছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় আসা ভ্যানচালক রবিউল বলেন, দু’দিন ধরে যে তাপ; তাতে খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। পেটের তাগিদে ভ্যান নিয়ে বাইরে এলেও যাত্রী অনেকটাই কম।
আবহাওয়া পর্যবেক্ষক হাসান বলেন, বৃষ্টিপাত ছাড়া আবহাওয়া শীতল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ৪/৫ দিন চুয়াডাঙ্গার আকাশে বৃষ্টির কোন লক্ষণও দেখা যাচ্ছে না। প্রতি বছরই এপ্রিলের শেষ দশকে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিছুটা বেশি থাকে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.