Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঝিনাইদহে স্বর্ণের দোকানে চুরি, খোয়া গেছে স্বর্ণ-নগদ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি :

 

ঝিনাইদহের কালীগঞ্জ মধুগঞ্জ বাজারের বোস জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানের দেয়াল কেটে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দোকান মালিক অলোক বোস জানান, গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের পেছনের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। চোরদের শরীরে পিপি, হ্যান্ডগ্লাভস ও মাস্ক পরিহিত ছিল। এরপর তারা সিন্ধুকের তালা ভেঙে প্রায় ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। চোরেরা দোকানে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরা নিষ্ক্রিয় করে দেয়, যাতে তাদের শনাক্ত করা না যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করছেন দোকান মালিক।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় রাতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় এমন চুরি আগেও ঘটেছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্র পিপি পরিধান করে দোকানে প্রবেশ করে। যাতে করে তাদের চেনা না যায়। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version