Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান, আমদানি-উৎপাদন-বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা

ন্যাশনাল ডেস্ক : অ্যাসিড নিঃসরণ প্রতিরোধসহ পেটের পীড়ার নানা উপসর্গের চিকিৎসায় বিশ্বজুড়ে বহুল প্রচলিত ওষুধ রেনিটিডিনের মধ্যে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়ার পর বেশ কয়েকটি দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এবার বাংলাদেশেও রেনিটিডিনের আমদানি, উৎপাদন এবং বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা জারি করছে ওষুধ প্রশাসন।

রবিবার এই নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র স্যান্ডোজের তৈরি রেনিটিডিন ক্যাপসুলের মধ্যে ‘এন-নিট্রোসডিমিথাইলামাইন (এনডিএমএ)’ নামে পরিবেশ দূষণজনিত এ উপাদানের উচ্চমাত্রার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর কোম্পানিটি তাদের এই ওষুধ বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে।

Exit mobile version