Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত

ডিপি ডেস্ক :

 

ছাত্রীবাসের চতুর্থ তলার ছাদ থেকে পড়ে আজ বৃহস্পতিবার ইশিতা (১৭) নামে এক কলেজ ছাত্রী আহত হয়েছে। সে মাগুরা সরকারি মহিলা কলেজের ‘অপরাজিতা’ হলে থাকতো। সে এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মাগুরা সদর উপজেলা বুধরপাড়া গ্রামের আলিম আহমেদের মেয়ে ইশিতা।

মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ আইয়ুব আলী জানান, সকালে কলেজের অপরাজিতা ছাত্রীবাসের চতুর্থ তলায় কাপড় নাড়তে ছাদে গেলে সেখান থেকে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version