মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন তন্ময় (৩২) ও ভিক্ষুক আমজাদ হোসেন (৬০)।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুর নামক স্থানে দুইটি স্টারিং গাড়ির মুখোমুখি সংঘর্ষে তন্ময় নিহত হন। তিনি গাংনী উপজেলার আকবপুর গ্রামের মাঠপাড়ার এখলাচুর রহমানের ছেলে।
অপরদিকে, বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাংনী বাজারে পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশে একটি ভবনের ছাদ ধসে পড়ে।
এতে গাংনী উপজেলার বাওটর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে আমজাদ হোসেন ও তার স্ত্রী রহিমা খাতুন (৫০) গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আমজাদ হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি বনি ঈসরাইল এসব খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.