ইনস্টাগ্রামে এবার ডার্ক মোড আসছে

অনলাইন ডেস্ক : সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ ১০ এ ডার্ক মোড ফিচার থাকলেও বেশির অ্যাপই এই ফিচার সাপোর্ট করে না। তাই এইবার ইউটিউবের মতো ডার্ক মোড সাপোর্ট করা অ্যাপের তালিকার নাম লিখাচ্ছে ইনস্টাগ্রাম।

ডার্ক মোডের কারণে ইনস্টাগ্রামের সাদা ইন্টারফেস কালো রং ধারণ করে। ইনস্টাগ্রাম ১১৪.০.০২৪ আলফা সংস্করণটিতে এই মোডটি পাওয়া যাবে। তবে অনেক ব্যবহারকারীই অ্যাপটির বেটা ভার্শন ব্যবহার করায় অ্যান্ড্রয়েড ডার্ক মোডটি সক্রিয় করতে পারছেন।

কালো রঙের পিক্সেলগুলো ব্যাটারি খরচ কমিয়ে দেয়, ফলে ঘন ঘন মোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন হবে না এবং এই মোডের ব্যবহারে চোখের ক্লান্তিও দূর হবে।

অ্যান্ড্রয়েড ১০ সহ সকল অপারেটিং সিস্টেমেই ফিচারটি ব্যবহার করা যাবে। কিন্তু এই ডার্ক মোড কোন কোন ফোনে চলবে তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *