প্রতারণার মামলা গম্ভীরের বিরুদ্ধে

খেলার খবর : সাবেক ভারতীয় ক্রিকেটার ও ক্ষমতাসীন বিজেপির বর্তমান সংসদ সদস্য গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে দিল্লি পুলিশ। ভুয়া কোম্পানির একটি যৌথ প্রকল্পের পরিচালক ও ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি।

ভারতের ক্রিকেট দলের সফল এ ওপেনার রাজনীতির মাঠেও সফলতা দেখিয়েছেন। চরম জাতীয়তাবাদী মানসিকতার গম্ভীর প্রায়ই পাকিস্তানের কঠোর সমালোচনায় মেতে ওঠেন। ফলে অল্প সময়েই জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি সংসদ সদস্যও বনে যান।

তবে এবার বিপাকে পড়তে যাচ্ছেন তিনি। একটি ভুয়া প্রকল্পের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেঁসে যাচ্ছেন। তরুণ এই সংসদের বিরুদ্ধে প্রতারণার দায়ে অভিযোগপত্র দিয়েছে দিল্লির পুলিশ। গম্ভীরসহ অন্যদের বিরুদ্ধে ফ্ল্যাট মালিকদের সঙ্গে চুক্তি ভঙ্গ এবং প্রতারণায় জড়িত থাকায় অভিযোগপত্র দেয়া হয়। পুলিশের জমা দেয়া চার্জশিটে গম্ভীরের সঙ্গে প্রোমোটার মুকেশ খুরানা ও ববিতা খুরানার নামও রয়েছে।

ক্রিকেট মাঠ থেকে রাজনীতিবিদ হওয়া গম্ভীর রুদ্র বিল্ডওয়েল রিয়েলস্টেট কোম্পানি এবং এইচআর ইনফ্রেসিটি লিমিটেডের যৌথ প্রকল্পের পরিচালক ও ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ফ্লাট বিক্রির ওই দুই প্রতিষ্ঠান ২০১১ সালে ৫০ জনেরও বেশি মানুষকে ফ্লাট দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। আইনি জটিলতায় ২০১৫ সালেই প্রতিষ্ঠান দুটির প্রকল্প বাতিল হয়ে যায়। তবে ক্রেতাদের এ কথা জানায়নি প্রতিষ্ঠানটি। ফলে ২০১৯ সালে ফ্ল্যাটের চাবি বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখনো তা দিতে পারেনি ওই রিয়েলস্টেট কোম্পানি। এ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে গম্ভীরকে ব্যবহার করা হয়। গম্ভীরকে ব্যবহার করেই প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তুলেছিল ওই প্রতিষ্ঠান দুটি। তাই এ প্রতারণার দায় গম্ভীরের ওপরও বর্তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *