Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চিন্ময় দাসের জামিন স্থগিত

অনলাইন ডেস্ক :

 

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো রেজাউল হক এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। চিন্ময় দাসের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এম কে রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জেড আই খান পান্না।

সিনিয়র আইনজীবী এম কে রহমান জানান, লিভ টু আপিল করা পর্যন্ত হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করছেন।

এর আগে তার জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে গত বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version