খেলার খবর : ২০২২ বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্বে অংশ নিতে আগামী ১০ সেপ্টেম্বর ঘরের মাঠে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তারপরই যাবে ভারত সফরে। নিজেদের বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালো করতে পারেনি জেমি ডের শিষ্যরা। আফগানদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে হারে তারা। তাই আত্মবিশ্বাস আর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ।
দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে সফরকারীদের ৪-১ গোলে হারায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে দুইটি গোল করেন জীবন। জীবনের জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে যায় লাল-সবুজেরা। এরপর ম্যাচরে দ্বিতীয়ার্ধের প্রথম দিকে ব্যবধান কমায় ভুটান। ৫০ মিনিটের মাথায় ভুটানের পক্ষে একমাত্র গোলটি করেন দর্জি।
তবে ৭৩ মিনিটের মাথায় বিপুলের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। সাত মিনিট পর আবারও গোলের দেখা পায় স্বাগতিকরা। ৮১ মিনিটে রবিউলের করা গোলে এক হালি পূর্ণ করে বাংলাদেশ।
ভুটানের দ্বিতীয় সারির দলটির রক্ষণের কঠিন পরীক্ষা নেয় বাংলাদেশ।