পুজা উপলক্ষে র‌্যাফেল ড্র, জুয়া ও মদ্যপ অবস্থায় মন্ডপে পেলে তাকে গ্রেফতার করা হবে : এসপি তানভীর আরাফাত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সৎ ও সাহসী পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) এর কুষ্টিয়ায় এক বছর পূর্তি ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে গতকাল দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) বলেন, গত এক বছরে জেলা পুলিশের যে সফলতা এরজন্য আমি প্রথমে জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত কুষ্টিয়া গড়তে আমাদের শক্তি ও সাহস জুগিয়েছেন। কোন কোন ক্ষেত্রে আমাদের চেয়েও কঠোর অবস্থানে আছেন তিনি। তাঁর সাফকথা কোন অপরাধীর ছাড় নেই। এরপর তিনি জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল ইসলামসহ সাংবাদিকদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) বলেন, ঈদের মধ্যে যেমন রাস্তা-ঘাটে সাউন্ডবক্স বাজতে দেওয়া হয়নি একইভবে পুজা মন্ডপের বাইরে সাউন্ড বক্স বাজবে না। আমি ইতোমধ্যে পুজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির সাথে বৈঠক করেছি। তাদের সাফ জানিয়ে দিয়েছি, মদ্যপ অবস্থায় পূজা মন্ডপে কাউকে পেলে তাকে আটক করা হবে। সেই সাথে রাস্তা বন্ধ করে তোরণ নির্মাণ করা যাবে না। পুজা উপলক্ষে কোন র‌্যাফেল ড্র, জুয়া চলবে না। রাত ১০টায় সকল প্রকার সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, , কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি জামিল হাসান খান, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস।
সবশেষে সফল পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) কে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, নুরানী ফেরদৌস দিশা, মডেল থানার ওসি নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি জামিল হাসান খান, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, তথ্য ও গবেষণা সম্পাদক ইরান হাসান পাপ্পু, হাফিজুর রহমান জীবন, চাঁদ আলী, আলেক চাঁদসহ কেপিসি’র প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *