ডিপি ডেস্ক :
সিরাজগঞ্জ শহরে স্কুলে যাবার পথে স্কুলশিক্ষার্থীকে অপহণের পর ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় শহরের সার্কিট হাউসের পিছনের এলাকা থেকে তাদের এদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো শহরের সয়াধানগড়া মধ্যপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে সোলায়মান হোসেন (৩৫) ও একই এলাকার শুকুর সেখের ছেলে লিটন সেখ (৪০)।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই সাদ্দাম হোসাইন জানান, গ্রেফতারকৃতরা ওই শিক্ষার্থীর বাড়ির পাশে প্রতিনিয়ত নেশা করতো। সেই সুবাদে শিক্ষার্থীর সাথে তাদের সাথে পরিচয়। বুধবার সকাল ১১টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে যাবার পথে কয়েকজন মিলে তাকে অপহরণ করে। এরপর সদর উপজেলার শিয়ালকোল বাজারের পাশে এক ভাড়া বাড়িতে নিয়ে সোলায়মান তাকে ধর্ষণ করে। লিটনসহ অন্যরা তাতে সহায়তা করেন। এরপর কৌশলে ওই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে ঘটনা জানায়। সন্ধ্যায় শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরো জানান, মামলা হওয়ার পরই অভিযান চালিয়ে ধর্ষক সোলায়মান ও সহযোগী লিটনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতিত শিক্ষার্থী শারীরিক পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.