Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

ডিপি ডেস্ক :

 

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন। নিহত ইলিয়াস হোসেন (৪৫) গাড়াবাড়িয়া স্কুল পাড়ার বাসিন্দা এবং মৃত নেককার আলীর ছেলে।

আজ ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সবুজকে আটক করে। এসময় স্থানীয় গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। 

নিহতের ভাতিজা আব্দুল্লাহ জানান, “সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে টাকার জন্য প্রায় আমার বোনকে নির্যাতন করত। তিন দিন আগে আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। পরে বুধবার রাতে আমাদের বাড়িতে আসে। আজ সকালে কথা কাটাকাটির একপর্যায় হঠাৎ চাচাকে ছুরিকাঘাত করে। আমি ঠেকাতে গেলে আমাকেও আঘাত করে।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, “ঘটনার খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। সবুজকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সবুজ একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নালের ছেলে। 

Exit mobile version