ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো-যশোর জেলার চৌগাছা উপজেলার বাগপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আবু জেহেল ওরফে বাবু (৫৪) এবং কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৬)। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান নির্দেশনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সকালে এসআই জাকারিয়া মাসুদের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার বারোবাজারের বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিল মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.